নীলিমা সাহা-র আটপৌরে ৭১৮-৭২০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 718-720,
৭১৮)সময়ের বহমান ক্ষত
অশ্রুকোলাজ
আভরণ,আবরণে স্থাপত্যকারুকাজ যেন
৭১৯)
নাট্যমঞ্চ।সংলাপ ।অভিনয়
যাপনচিত্র
তথাপি বড্ড একলা পরিশেষে
৭২০)
আগুনই প্রাচীন শিল্প
বিস্ময়
থমকে দাঁড়ায় মগ্ন জলাশয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন