নীলিমা সাহা-র আটপৌরে ৭০৯-৭১১,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 709-711,
৭০৯)
জীবন চলে যায়
সৃষ্টি
বেঁচে থাকে কবিতা হয়ে
৭১০)
শরীরজুড়ে শরীরহীনতায় কোথাও
কবিতা
হতে থাকে নিরলস পিপাসাসম
৭১১)
শব্দ বাক্য অক্ষরমহিমায়
ছকেবাঁধা
জীবনের উদ্দেশ্য ও বিধেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন