নীলিমা সাহা-র আটপৌরে ৭০৩-৭০৫,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 703-705,
৭০৩)
স্কাইওয়াক।স্বপ্ন ।দৃশ্যভাষা
মেগাসিরিয়াল
হাজারোআলোর নিশ্চুপ এক জলছবি
৭০৪)
আয়নার সামনে দাঁড়িয়ে
নীরব
মন দেখছে নিজস্ব সত্তা
৭০৫)
গতি।উজান ।ভাটি
পাটিগণিত
পাতায় পাতায় শুধুই অঙ্ককষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন