নীলিমা সাহা-র আটপৌরে ৭০০-৭০২,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 700-702,
৭০০) গুহালিপি থেকে দিনলিপি
ঘনিষ্ঠশব্দেরা
সরে গেলেও ফিরে দেখি
৭০১)
প্রাণই ভাষা, বিকাশ
আলোক-অভিসার
প্রাণের ভাষাই একলক্ষ্য অনিবার্য
৭০২)
জীবন=ঢেউ, নিস্তরঙ্গ
হলে
গভীরে প্রবেশ হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন