নীলিমা সাহা-র আটপৌরে ৬৮৫-৬৮৭,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 685-687,
৬৮৫)
কতদূর যেতে হবে
অজানা
ভ্যালেন্টাইন্স-ডে-হে,তবু মনে রেখো
৬৮৬)
প্রেমকেই আঁকি নদীরঙে
জলোচ্ছ্বাস
শব্দবৈভবে, কত উচ্চারণ আকুলতাময়
৬৮৭)
আঁজলাভরা সারস্বত জল
পুরোনোঘাট
দিব্যগর্ভাস্তোত্রে ভরি দু-কলি নিরালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন