নীলিমা সাহা-র আটপৌরে ৬৮২-৬৮৪,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 682-684,
(৬৮২)
অসুখ বলতে ভ্রষ্ট-প্রেম
নষ্টনীড়
মনখারাপ বয়ে বেড়ায় জীবনেরবাঁশি
৬৮৩)
মৃত্যু তো স্তব্ধনদী
মায়বন্দরে
সম্পর্ক সেই জীবনেরই সঙ্গে
৬৮৪)
পথ ও গন্তব্যমাঝে
গতিই
নিঃশব্দে নিজস্বতা বয়ে বেড়ায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন