কিছু বই কিছু কথা- ২৯০ । নীলাঞ্জন কুমার
কবিতা ও কুয়াশায় । শশাঙ্ক শেখর হাইত । প্রতিভাস । একশো টাকা ।
' আড়াল দিতে হৃদয়ের যা পানসে দুর্বলতা/ সূর্যটাকে সামনে রেখে কানা হলাম । ' এর মতো পংক্তি যিনি লেখেন তাকে কতখানি কবি বলা যাবে সে নিয়ে বিশেষ সন্দেহ থাকা অন্যায় নয় । শশাঙ্ক শেখর হাইতের চতুর্থ কাব্যগ্রন্থ ' কবিতায় ও কুয়াশায় ' এর ভেতরে ছড়িয়ে আছে এরকম সব পংক্তি যা পাতে দেওয়া যায় না । ভদ্রলোকের আগের তিনটি কাব্যগ্রন্থের ভেতর দুটি কাব্যগ্রন্থের আলোচনা এখানে করা হয়েছিল, কিন্তু আফসোসের বিষয় এই কাব্যগ্রন্থ সেই সব কাব্যগ্রন্থ থেকে বিন্দুমাত্র উন্নীত হয়নি ।
আসলে কবিতা লিখতে গেলে কিছু বিষয় জানা প্রয়োজন, যা খুশি লেখার বিষয় নয় । না হলে কবিকে হাস্যকর করে তোলে। তা এই কবিতা লেখকের জানা উচিত ।
সুন্দর প্রচ্ছদ, সুঠাম বিন্যাস, নামজাদা প্রকাশকের কাছ থেকে টাকা দিয়ে প্রকাশ করা বই দেখনদারি হতে পারে । কিন্তু গুণ সম্পূর্ণ আলাদা ব্যাপার । এ কাব্যগ্রন্থ গুণের ভাঁড়ারে শূন্য তা পাঠক বইটি পাঠ করলে বুঝতে পারবেন ।পন্ঞ্চম কাব্যগ্রন্থ যেন যোগ্যতা নিয়ে প্রকাশিত হয় সেই আশায় থাকলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন