আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 45/1 Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/১
১. অমৃত জেনে বিষভক্ষন
বাঁচতে । ফিরতে । জাগতে ।
খঞ্জনাটি
ইন্দ্রসভা ছেড়ে ধানক্ষেতে উবুড়।
২. আরো গবেষণা হোক
শীতঘুম । গ্ৰীষ্মঘুম । রাজনিদ্রা ।
চামড়ার
নিচে লজ্জাঘুম গলে জল।
৩. দৌড়বাজ শুক্রাণু
আলফাপুরুষ । একেফর্টিসেভেন -দাঁত । বিবর্তন সাহেব।
ট্রফি
দুলছে নাকের ডগায় জিতবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন