মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 44/7 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৭ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 44/7 Debjani Basu 







আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৭


১. আত্মপ্রকাশ

নটরাজাসন। গর্ভপিন্ডাসন । কৌন্ডিন্যাসন ।
                হঠযোগিনী
হটযোগিনী সোনালিকা আনন্দে ঝলমল।

২. এককৌটো ছেলেবেলা

পরান্মুখযতি। উন্মুখরতি। প্রিয়মুখ।
                  অতলিমা
হারিয়ে গিয়েছিল পাতকুয়া পাখিরাজ্যে।

৩. ঘুমপাড়ানি গল্প জেগে আছে

তাতিয়ানা। জোয়ানা । গল্পমালা ।
                 পরিমুখ
আয়নায় ভাসে ডোবে পরপর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...