সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 44/6 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৬ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 44/6 Debjani Basu 







আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৪/৬


১. চাঁদপাগলি ক্যাথরিনের অভিমান

সুবর্ণ-ঢাল। সুবর্ণ-তলোয়ার। সুবর্ণ-বর্ম।
                   লাভ-মমতা
পারস্যহাওয়া বাহিত আলাস্কায় টালিগঞ্জে।

২. জেনানা উড়ছে লজ্জাবস্ত্রমেঘে

প্রেমিকঘোড়া। দাবনামেঘ। মেঘবর্তুলা ।
                   আনন্দময়
মেঘে বর্শা গিঁথেছি স্তবোদ্দেশ্যে।

৩. বিবাহ রীতিও জানে

অক্ষম। সক্ষম । শিকারি-কংকাল।
            হাড়গোড়
জুড়ে জুড়ে শিকাররীতি আবিষ্কার।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...