আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৩/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 43/7 Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৩/৭
১. পিছনে হামাগুড়ি
মুখেমুখে । পায়েপায়ে । গায়েগায়ে ।
উপকথাময়
ম্যামথমাংস হজমকরা পূর্বপুরুষকে প্রণাম।
২. যন্তরমন্তর
নাটুয়া। পটুয়া। শিয়ালকাঁটা ।
অভিনেতা
কুরুশকাঁটায় খালি মিথ্যে বুনন।
৩. খসাপাতা খসরু নমস্তে
গানাম। সাহানা। জানগুলাহ।
গানান
ওনোমাটোপিয়ার অতিচেতনায় হঠাৎ এলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন