আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৩/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 43/4 Debjani Basu
আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৩/৪
১. নিরেট বুদ্ধির সোনার রেট
উল্টোসময়। সমান্তরাল । মহাবিশ্ব ।
ভিনগ্ৰহীরা
তাকালেই পোশাক খুলে যায়।
২. এসো বন্ধু এসো
দরাদরি। করাকরি । ঘোরাঘুরি ।
হিপহিপহুররা
নরকের যাবতীয় উপভোগ্য মজাদার।
৩. শাকের ইকোসিস্টেম নষ্ট
আকাট। এঁড়েতর্কালংকার ।মৌলস্যমৌলবাদী ।
কুমড়োর
ভৌতিক প্রসবকালীন সমুদ্র গর্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন