আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৩/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 43/3 Debjani Basu
আটপৌরে ৪৩/৩
১. মৃত্যু মুবারক হো
গলাফাটানো। মহাকাশফাটানো। শুভেচ্ছাহাঁকানো।
অভিনন্দনযোগ্য
আয়নামরণে মৃত্যুর পৌঁছে যাওয়া।
২. পরিচালকের নির্দেশ
ভরতমুনি । ভরতপক্ষী। ভরতরাজা।
সব্বাইকে
এক ফ্রেমে নিয়ে এসো।
৩. ভিখ মাঙছি
গপ্পুড়ে। রঙঝরনা। ঝুরোভিটে।
কাঁচের
মাছ ঝরছে ইলশেগুঁড়িতে চমৎকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন