মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪২/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 42/7 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪২/৭ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 42/7 Debjani Basu 







আটপৌরে ৪২/৭


১. জলমগ্নতার সংকেত

নীলপানসি। হলুদডিঙি । সাদাভেলা।
                 সম্বলমাত্র
ওড়না হারানোর কান্না দুদিন।

২. ঝামেলা মেলার পথে

ছবিপ্রমাণ । কবিপ্রমাণ । সখিপ্রমাণ।
                  জিজ্ঞাসাবাদে
অপবাদ অনুবাদ বাদ নেই।

৩. সিঁড়ির প্রেতাত্মারা বিখ্যাত

কাঁচারক্ত । সাদাখুলি । ড্যাবাচোখ ।
                 পুরষ্কারপ্রাপ্ত
কাপড়পরা ভূতপেত্নী দুচক্ষের বিষ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...