আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪২/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 42/1 Debjani Basu
আটপৌরে ৪২/১
১. পুষ্পযোনির মালা
সারসরাণী। সারসরাজা। পালকলাল।
পাখিদের
লেখা কবিতায় নীড়ভাঙা গন্ধ।
২. হ্যাশট্যাগ রেখে যাচ্ছি
যষ্ঠীমধু। পদ্মগোলঞ্চ। আমলকি।
রাক্ষসের
জন্য ভাত গোস্ত আলু।
৩. পূর্ব পুরুষের নাড়িভুঁড়ি বালিশে
ঘুমোয়। নিদিধ্যাসন। গুগলামি।
মাথায়
শকুনের চামড়ায় তৈরি বালিশ।
সারসরাণী। সারসরাজা। পালকলাল।
পাখিদের
লেখা কবিতায় নীড়ভাঙা গন্ধ।
২. হ্যাশট্যাগ রেখে যাচ্ছি
যষ্ঠীমধু। পদ্মগোলঞ্চ। আমলকি।
রাক্ষসের
জন্য ভাত গোস্ত আলু।
৩. পূর্ব পুরুষের নাড়িভুঁড়ি বালিশে
ঘুমোয়। নিদিধ্যাসন। গুগলামি।
মাথায়
শকুনের চামড়ায় তৈরি বালিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন