শব্দব্রাউজ ৩৬৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-368, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৬৮ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল আটটা ।
শব্দসূত্র: চখাচখি প্রেম
চখাচখি পাখির কাছে প্রেম শিখি । নিঃস্ব জীবনের সামনে এই স্থির প্রেম উসকে দেয় আগুন । চখাচখি সামনে হরেক আনন্দ । যার থেকে মনে মনে তাজমহল গড়ে তোলা যায় । উড়ন্ত বালিহাঁস থেকে অস্থির প্রেম । দিগন্ত তখন আশ্চর্য ।
নিঃশব্দ চরণে প্রেম এলেও বোঝা যায় অনুভবে । জানি উন্মাদ ককেশিয় প্রেমস্বাদ আমার জন্যে নয় । হাজারো প্রেমের দ্যোতনা মেখে আমি কি আমার? চখাচখি তাতো নয় ! সর্বস্ব সঁপে দেওয়ার স্পর্ধা শুধু তার কাছে আছে ।
শব্দসূত্র: চখাচখি প্রেম
চখাচখি পাখির কাছে প্রেম শিখি । নিঃস্ব জীবনের সামনে এই স্থির প্রেম উসকে দেয় আগুন । চখাচখি সামনে হরেক আনন্দ । যার থেকে মনে মনে তাজমহল গড়ে তোলা যায় । উড়ন্ত বালিহাঁস থেকে অস্থির প্রেম । দিগন্ত তখন আশ্চর্য ।
নিঃশব্দ চরণে প্রেম এলেও বোঝা যায় অনুভবে । জানি উন্মাদ ককেশিয় প্রেমস্বাদ আমার জন্যে নয় । হাজারো প্রেমের দ্যোতনা মেখে আমি কি আমার? চখাচখি তাতো নয় ! সর্বস্ব সঁপে দেওয়ার স্পর্ধা শুধু তার কাছে আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন