শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৬৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-367, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৬৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-367, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৬৭ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা। সকাল সাড়ে আটটা ।


শব্দসূত্র:  দিন চলে যায়

দিনের কবিতার কাছে মাথা নত করি । কে দেয় এত শব্দ?  কে দেয় এত প্রেরণা?  প্রতিটি পর্যায় আমায় শেখায় । রাতে যে মাতাল রাস্তায় দাঁড়িয়ে গালি দেয়, 
তার থেকেও শিক্ষা নিই । সে বোঝে ক্ষোভ । সে বোঝে প্রতিদিনের যন্ত্রণা । দিনের কবিতার সামনে দাঁড়ালে আলাদা অক্সিজেন ।

চলে যায় হাজারো সময় । চলে যায় অগভীর অনুভূতি । ছুটে আসে সেই উচ্চারণ : ' গভীরে যাও,  আরও গভীরে যাও ।'

যায়। সুখ দিন যায় । অতীতকে প্রণাম করে বর্তমানে  আসি । যায় । মরি হায় । চলে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...