শব্দব্রাউজ ৩৬৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-364, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৬৪ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ১। ২০২২। সকাল ১০ - ৩৫ মিনিট ।
শব্দসূত্র : কেনারাম বেচারাম
সব কিছু কিনে নেবার আগ্রহ নিয়ে গড়ে ওঠা কেনারাম সূক্ষ্ম আনন্দ পায় । নিত্তি মেপে ওজন করে কেনার মজা আলাদা । ঘরভর্তি তৈজস ছড়িয়ে ছিটিয়ে নিজেকে আত্মগর্বী করে তোলার মতো নির্বুদ্ধিতা তাকে পেয়ে বসে । সব কেনার আগ্রহ আমাদের বিহ্বল করে । মজে থাকি ।
বেচারাম চায় শপিং মজা আনন্দের সঙ্গে জুড়ে যাক ।বেচারাম সূক্ষ্ম দামাদামির কৌশল বেহিসেবি করে তোলে কেনারামের দলকে । এইতো জীবন কাকা !
শব্দসূত্র : কেনারাম বেচারাম
সব কিছু কিনে নেবার আগ্রহ নিয়ে গড়ে ওঠা কেনারাম সূক্ষ্ম আনন্দ পায় । নিত্তি মেপে ওজন করে কেনার মজা আলাদা । ঘরভর্তি তৈজস ছড়িয়ে ছিটিয়ে নিজেকে আত্মগর্বী করে তোলার মতো নির্বুদ্ধিতা তাকে পেয়ে বসে । সব কেনার আগ্রহ আমাদের বিহ্বল করে । মজে থাকি ।
বেচারাম চায় শপিং মজা আনন্দের সঙ্গে জুড়ে যাক ।বেচারাম সূক্ষ্ম দামাদামির কৌশল বেহিসেবি করে তোলে কেনারামের দলকে । এইতো জীবন কাকা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন