শব্দব্রাউজ ৩৬০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-360, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৬০ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ১। ২০২২। সকাল ১০টা ২০ মিনিট ।
শব্দসূত্র : প্রশ্ন করি নিজেকে
অবাক করা প্রশ্ন চলে ভেতরে ভেতরে । জিজ্ঞাসু মনের উত্তর জানার পালা ক্রমাগত । তার থেকে হাজারো কাব্যকণা আমায় ঘিরে ধরে । আমার স্বপ্নচারণে যে প্রশ্ন উঁকি মারে তাকে জমিয়ে রাখি অগোচরে ।
করি সৃজন প্রশ্নের সমাধানের পর। তখন তীর্যক মুহূর্ত উধাও ।
নিজেকে নিয়ে প্রশ্নের সমাধান হয় না । যে যা ভাবে ভাবুক আমায় নিয়ে শেষ কথা বলে কিছু নেই ।
শব্দসূত্র : প্রশ্ন করি নিজেকে
অবাক করা প্রশ্ন চলে ভেতরে ভেতরে । জিজ্ঞাসু মনের উত্তর জানার পালা ক্রমাগত । তার থেকে হাজারো কাব্যকণা আমায় ঘিরে ধরে । আমার স্বপ্নচারণে যে প্রশ্ন উঁকি মারে তাকে জমিয়ে রাখি অগোচরে ।
করি সৃজন প্রশ্নের সমাধানের পর। তখন তীর্যক মুহূর্ত উধাও ।
নিজেকে নিয়ে প্রশ্নের সমাধান হয় না । যে যা ভাবে ভাবুক আমায় নিয়ে শেষ কথা বলে কিছু নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন