শব্দব্রাউজ ৩৫৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-359, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৫৯ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ১। ২০২২। সকাল ১১টা ১৫ মিনিট ।
শব্দসূত্র : মনকে নিয়ে ভাবনা
নিজের মনকে কোথা রাখি! দিন যায় রাত যায় মন যে ক্রমশ অধঃপাতে নিয়ে যায় । আসলে বড় কু-গায় সে । সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ধাপে ধাপে মন ভয় দেখায় আর হতাশার সামনে নিয়ে দাঁড়ায় । তাকে চোখ রাঙালেই সে উধাও । আবার সামনে সবুজ দিন ।
মন নামতা নিয়ে থাকে । স্বপ্নে সে লাখো টাকার স্বপ্ন দেখে । বাস্তবকে পায়ে দলে সে চলতে চায় কুসুমাস্তীর্ণ পথে । হা হা ...
এসব পাগলামি ভাবনা সবার সঙ্গে ।
শব্দসূত্র : মনকে নিয়ে ভাবনা
নিজের মনকে কোথা রাখি! দিন যায় রাত যায় মন যে ক্রমশ অধঃপাতে নিয়ে যায় । আসলে বড় কু-গায় সে । সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ধাপে ধাপে মন ভয় দেখায় আর হতাশার সামনে নিয়ে দাঁড়ায় । তাকে চোখ রাঙালেই সে উধাও । আবার সামনে সবুজ দিন ।
মন নামতা নিয়ে থাকে । স্বপ্নে সে লাখো টাকার স্বপ্ন দেখে । বাস্তবকে পায়ে দলে সে চলতে চায় কুসুমাস্তীর্ণ পথে । হা হা ...
এসব পাগলামি ভাবনা সবার সঙ্গে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন