শব্দব্রাউজ ৩৫৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-358, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৫৮ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৭। ১। ২০২২ । সকাল আটটা ।
শব্দসূত্র : নিজেকে হারিয়ে খুঁজি
নিজেকে হারানোর কোন মানা নেই । সে যেভাবে হোক । হুররে বলে উধাও হলেই হল । নিজেকে আয়নায় দেখতে দেখতে বুঝতে পারি যতই হোক নিজের ছায়া বাদ দিয়ে হারিয়ে যাওয়ার কোন প্রশ্ন উঠছেই না । মনের আনন্দেরও নিজস্ব কোন দিক নেই । সুতরাং পথিক হই । নিজের মতো ।
স্বপ্নে হারিয়ে যাওয়ার কতো স্বাধীনতা ! 'আমার মনে নেই মন, কি হবে আমার ' গাইতে গাইতে হাতছানি দেওয়া পথে নিজেকে হারিয়ে দেওয়া যায় ।
হারিয়ে গিয়ে নিজেকে খুঁজতে বেশ মজা । স্থির লক্ষ্য তখন সামনে এসে দাঁড়ায় ।
শব্দসূত্র : নিজেকে হারিয়ে খুঁজি
নিজেকে হারানোর কোন মানা নেই । সে যেভাবে হোক । হুররে বলে উধাও হলেই হল । নিজেকে আয়নায় দেখতে দেখতে বুঝতে পারি যতই হোক নিজের ছায়া বাদ দিয়ে হারিয়ে যাওয়ার কোন প্রশ্ন উঠছেই না । মনের আনন্দেরও নিজস্ব কোন দিক নেই । সুতরাং পথিক হই । নিজের মতো ।
স্বপ্নে হারিয়ে যাওয়ার কতো স্বাধীনতা ! 'আমার মনে নেই মন, কি হবে আমার ' গাইতে গাইতে হাতছানি দেওয়া পথে নিজেকে হারিয়ে দেওয়া যায় ।
হারিয়ে গিয়ে নিজেকে খুঁজতে বেশ মজা । স্থির লক্ষ্য তখন সামনে এসে দাঁড়ায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন