শব্দব্রাউজ ৩৫৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-355, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৫৫ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র : সেয়ানে সেয়ানে জীবন
সেয়ানে সেয়ানে যে জীবন তা জন্ম থেকেই । সুতরাং কেউ প্রকৃত খুশি নয় । নাটুকে উল্লাস কিংবা দেঁতো হাসি হেসে নিজের ভালো থাকা এখন অভ্যাসে । যে সেয়ানা তাকে চিনতে সময় লাগে না । সেও অভ্যাস ।
সেয়ানে সেয়ানে শতেক মিলমিশ করে কি যে আনন্দ পাওয়া যায় ! যারা বোঝে তারা বোঝে । বাইরে যাবার ইচ্ছে নেই বলে, তারা মত্ত । আহারে জীবন!
গতানুগতিক মানুষের জীবন জলের ধারার মতো । কখন যে থাকে কখন যে মুছে যায় ।
শব্দসূত্র : সেয়ানে সেয়ানে জীবন
সেয়ানে সেয়ানে যে জীবন তা জন্ম থেকেই । সুতরাং কেউ প্রকৃত খুশি নয় । নাটুকে উল্লাস কিংবা দেঁতো হাসি হেসে নিজের ভালো থাকা এখন অভ্যাসে । যে সেয়ানা তাকে চিনতে সময় লাগে না । সেও অভ্যাস ।
সেয়ানে সেয়ানে শতেক মিলমিশ করে কি যে আনন্দ পাওয়া যায় ! যারা বোঝে তারা বোঝে । বাইরে যাবার ইচ্ছে নেই বলে, তারা মত্ত । আহারে জীবন!
গতানুগতিক মানুষের জীবন জলের ধারার মতো । কখন যে থাকে কখন যে মুছে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন