রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৫৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-354, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৫৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-354, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৫৪ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল সাড়ে আটটা ।

শব্দসূত্র:  ভুল দুয়ারে ঘা


করেছি ভুল । তার খেসারত অগাধ । সয়েছি তীব্র যন্ত্রণা । মনে করেছি পাপের ফল । করেছি ভুল । ভেবেছি অন্যায় । সে অন্যায় স্বাদ স্বপ্নেও। করেছি ভুল । পেয়েছি
হতাশা । সে হতাশার  স্বাদ নিতে নিতে এই বাঁচাবাঁচি । মেনেছি ভুল । দীর্ঘ জীবন এভাবেই।

ঘরদোর সুইট কোথায়?  বড় বেশি আকাঙ্ক্ষায়  দিন কাটে । রাত দুপুরে হালকা কান্না নিয়ে বসে থাকি । কেউ থাকে না পিঠে হাত রাখতে । ঘরদোর তখন শ্মশান ।

ঘা দিলাম যন্ত্রণায় । শেষমেশ খানখান । তখন আনন্দ,  শান্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...