শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৫৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-353, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৫৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-353, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৫৩ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন ।তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ১। ২০২২। সকাল ৮টা ৪০ মিনিট ।

শব্দসূত্র:  করো তোমার বীনা


করো    অনন্ত ঝরণার শব্দ
করো    দিগন্ত বিস্তার আনন্দ
করো    তুমুল আন্দোলন রক্তে
করো    প্রেমের জোয়ারের স্বাদ ।


তোমার   উচাটন মন দাও
তোমার    গুণ নির্গুণ দাও
তোমার    উষ্ণশ্বাস  দাও
দাও      তোমায় দাও তোমায় দাও ।


বীনায়   তখন হিল্লোল স্বাদ
বীনায়   তখন বেহিসেবি রাগ
বীনায়   শুধুই মুর্ছনা সুখ
বীনায়   হাজারো সুর আমায় দাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...