শব্দব্রাউজ ৩৫১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-351, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৫১ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ১০। ১। ২০২২ । সকাল সাড়ে সাতটায় ।
শব্দসূত্র : প্রতিদিনই জন্মদিন
প্রতিদিন নিজস্ব জন্মের সঙ্গে মোলাকাত করি । নিত্যিদিনের যন্ত্রণার সঙ্গে জন্মদিন মিশিয়ে মিশিয়ে এক আশ্চর্য দিনের জন্ম দিই । যাকে ছুঁয়ে থাকতে ভালো লাগে । প্রতিদিন শেষ প্রহর পেরতে পেরতে আমি জন্মদিনের ঘ্রাণ পাই । আমার প্রিয় মুহূর্ত এভাবে পেরোয় ।
জন্মদিন পৃথিবীতে আমার সময় কমিয়ে দেয় । বিচিত্র সময়ের কাছে নতজানু হয়ে তা মেনে নিই ।
শব্দসূত্র : প্রতিদিনই জন্মদিন
প্রতিদিন নিজস্ব জন্মের সঙ্গে মোলাকাত করি । নিত্যিদিনের যন্ত্রণার সঙ্গে জন্মদিন মিশিয়ে মিশিয়ে এক আশ্চর্য দিনের জন্ম দিই । যাকে ছুঁয়ে থাকতে ভালো লাগে । প্রতিদিন শেষ প্রহর পেরতে পেরতে আমি জন্মদিনের ঘ্রাণ পাই । আমার প্রিয় মুহূর্ত এভাবে পেরোয় ।
জন্মদিন পৃথিবীতে আমার সময় কমিয়ে দেয় । বিচিত্র সময়ের কাছে নতজানু হয়ে তা মেনে নিই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন