শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৪৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-347, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৪৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-347, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৪৭ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬। ১। ২০২২। সকাল ১০টা ১৫মিনিট ।

শব্দসূত্র : শব্দহীন শব্দের কাছে

শব্দহীনতায় নিজেকে বাঁধি । তার ভেতর থেকে যেটুকু শব্দ অনুভবে,  তার সঙ্গে প্রেম করি । শব্দহীনতা আমায়  দেয় অসহ্য হয়ে ওঠা জীবনে শান্তির প্রলেপ । আমি তখন সত্য শিব সুন্দরের সঙ্গে থাকি । এক সূত্রে। আহা!  এই জীবন এমনি করে যায় তো যাক না ।


প্রিয় বাতাসের শব্দের কাছে অবনত হই । একেই সত্য বলে ।সে রেখে যাচ্ছে বাঁচার প্রতিশ্রুতি । নিরন্তর ।

আমার কাজ হাজারো বৈভব । নিঃস্বতায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...