সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৪৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-343, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৪৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-343, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩৪৩ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা ।২।১। ২২। সকাল ১০টা ।

শব্দসূত্র  :  জীবন আমার ভাগীরথী

জীবনযাপন কেউ যেন করিয়ে নেয় । খেলাচ্ছলে । নিত্যিনিয়ম ছুঁয়ে থেকে স্থান কাল পাত্রের সঙ্গে তাই মিশে থাকি । টুকটাক আনন্দ আর অনিয়ম বন্দি অনুভব থেকে কখন মুক্ত করবে তার কাল গুনি । স্বপ্নে স্রোতস্বিনী উৎসব আসে যায় ।

আমার সত্যস্বাদ আমারই । কোচর ভরে তাকে সঙ্গে রাখি । উচ্ছ্বাস তখন রক্তে । উথালপাথাল ।


ভাগীরথীর মতো জলস্রোত আমায় চেনায় । তখন ট্যুরিস্ট সময় কাছে আসে । আসে অনিয়ম । স্রোতস্বিনী উৎসব । আরো কত ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...