সেই চেনাশোনা লোকটা
শান্তনু ভট্টাচার্য
সামলে দান ফেলো ভায়া
সামনের সিঁড়িটা বড্ড উঁচু,
তারপরের ঘরেই একটা মস্ত সাপ
যার লেজটা একেবারে শুরুর ঘরে বসে আছে।
উঁচু নিচুর মাঝে দাঁড়িয়ে কী ভাবছো?
দান ছাড়বে -নাকি যা হয় হোক... বাজী ধরবে
আসলে তুমি একটা আনাড়ি লোক
ঢুকে পড়েছে ভুল জায়গায়
তোমার জন্য চতুরঙ্গই ভালো
সেখানে গজ নৌকা রাজা মন্ত্রী
একটা খানদানি যুদ্ধ-যুদ্ধ ভাব
ছক্কা পাঞ্জার চেয়ে তোমার আড়াই পা-ই ভালো
নাকি তুমি সেই লোকটা -যে শুধু গ্যালারিতে বসে পপকর্ন খায় আর জ্ঞান দেয়
শেষে নিজের পক্ষ হেরে গেলে
অনায়াসে ভিড়ে যায় বিজয়ীর দলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন