রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

পূরবী -৮১ ।। অভিজিৎ চৌধুরী ।। Purabi-81

পূরবী -৮১ 

অভিজিৎ চৌধুরী, Purabi-81



তীর্থের কখনও কখনও মনে হয় রবীন্দ্রনাথ কি রাজভক্ত ছিলেন।
পথের দাবীর লেখককে রবীন্দ্রনাথ এই ধরনের সরাসরি রাজনৈতিক উপন্যাস লেখার জন্য  অসন্তোষ প্রকাশ করেছিলন।
শরতবাবু হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি হলেও বিপ্লবীদের সাহায্য করতেন।সূর্য সেনকে ৫০০০/ টাকা পাঠিয়েছিলেন।পথের দাবী ইংরেজ সরকার নিষিদ্ধ করেন।
রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি সম্পর্কেও এরকম শোনা যায়।রাশিয়া ভ্রমণ কবির মধ্যে কিছু বদল এনেছিল।হয়তো গুপ্ত হত্যা তিনি মেনে নিতে পারতেন না।তাই বলে সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড নিয়ে তিনি আগ্রহ দেখাতেন কিনা বোঝা গেল না।কবি চলে গেলেন ১৯৩৯ এ।
বিপ্লবীদের কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ।ুকজন অ্যাক্টিভিস্টও।
রবীন্দ্রনাথ সেই ভাবে সহিংস আন্দোলনে তাঁর গানে কবিতায় আলোড়ন তুলতে পেরেছিলেন কি!
ব্যতিক্রম জালিওয়ানাবাগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...