পূরবী -৮০
অভিজিৎ চৌধুরী
মেজ বউঠান ঠিক করিলেন বালক বাহির কটিবেন।
উদ্দেশ্য ছিল ঠাকুর বাড়ির বালকেরা নিজেদের রচনা এখানে প্রকাশ করবে।অচিরেই লেখার অভাব পড়ল, ডাক পড়ল রবীন্দ্রনাথের।
এই সময় রবীন্দ্রনাথ কিছুদিনের জন্য দেওঘরে রাজনারায়ণবাবুর কাছে গেছিলেন।
ফেরার সময় ট্রেনে ঘুম আসছিল না বলে ভাবলেন বালক পত্রিকার জন্য গল্প লিখবেন।গল্প লেখা হল না।শেষমেশ ঘুমিয়ে গেলেন আর দেখলেন স্বপ্ন।
লেখা হল রাজর্ষি।বালকে ধারাবাহিক ভাবে বের হতে লাগল।
তীর্থকেও এরকম পাতা ভরানোর লেখা লিখতে হয়।যা কিছু একটা হবে লিখতে গিয়ে অনেক সময় খানিকটা পুরোনো লেখারও মার্জনা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন