নীলিমা সাহা-র আটপৌরে ৬২১-৬২৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 621-623,
নীলিমা সাহার আটপৌরে
৬২১)
মধ্যবিত্তজীবন মধ্যপ্রাণবর্ণে মধ্যমগতিশীলা
না-পেরোনো
জনপদ ,স্রোতলিপি আঁকে ঘর্মাক্তঘর
৬২২)
শীতাকাশে মেঘডাক বৃষ্টিজানালার
প্রার্থনা :
বৈভব চাই পরাভব থেকে
৬২৩)
পথের স্বপ্নই স্বপ্নপথ
বিনির্মিতকাহিনির
জীবন, জীবন হাঁটে যাপনযাত্রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন