নীলিমা সাহা-র আটপৌরে ৬১৮-৬২০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 618-620,
নীলিমা সাহার আটপৌরে
৬১৮)শীতছাদ পোহাচ্ছে রোদ
চিলটা
পোহাচ্ছে বিরতি ছাদের শূন্যতায়
৬১৯)
লক ডাউন ।মাস্ক ।স্যানিটেশন
সুরক্ষিতসংবাদউপচে
অ্যাম্বুলেন্স ছুটছে, ভেতরে অতিমারণ
৬২০)
হ্যাংলাহেঁসেল পোড়োহাঁড়ি মন্থনচক্র
শুনছি
কান্না হাহাকার ভাঙা বাংলার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন