নীলিমা সাহা-র আটপৌরে ৬১৫-৬১৭,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 615-617,
নীলিমা সাহার আটপৌরে
৬১৫)
কম্পাস < দিকনির্দেশ < জলযান
গন্তব্যপথে
সহসা ঝোড়োহাওয়া---এটাই ডেসটিনি
৬১৬)
বুদবুদ ।রঙিন ।সান্ধ্যসময়
হাতধরাধরিচলনে
ক্রমশ ভিজতে থাকে পথ
৬১৭)
জানালার হ্যাঁগুলো গুমরায়
মাল্টিপলগন্ধ
বাংলারশীত গুণছে ফুলেদের গান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন