নীলিমা সাহা-র আটপৌরে ৬১২-৬১৪,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 612-614,
নীলিমা সাহার আটপৌরে
৬১০)
নতুনবাড়ি।পুরনো ইটেরই
যাতায়াত
তবু সেই বকুলকথার মনকেমনিয়াগান
৬১১)
সিঁড়ির মধ্যমায় দাঁড়িয়ে
ভাঙছো
সন্ধি,প্রত্যয় দেখছে একঠাঁয়
৬১২)
তমসার তীরে তামাশারই
চোরাটান
চলৎছবি স্পষ্ট ?করতালি বাজে!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন