নীলিমা সাহা-র আটপৌরে ৬০৯-৬১১,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 609-611,
নীলিমা সাহার আটপৌরে
৬০৯)প্রসন্নভোর।দরজাছুঁয়ে আলোকছটা
ঘরময়
সোনালি হাসিরকণা কুশল গায়
৬১০)আলোর পায়ে উৎসারিত
প্রণাম
সময়ও চায় যে শুশ্রূষা
৬১১)শীতসকাল শীতদুপুর শীতরাত্রি
পেড়িয়ে
যাচ্ছে চিকন হাসি হেসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন