নীলিমা সাহা-র আটপৌরে ৫৮৮-৫৯০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 588-590,
নীলিমা সাহার আটপৌরে
৫৮৮)
এবার জাগরণ চাই
নিউইয়ার-হে
সতেজবাতাসধ্বনি শুনিসবে অসীম-মাদুরে বসে
৫৮৯)
এবার আশ্রয়ের নির্মাণ
আশাপাখি-হে
নির্মাণসুখলোভ গড়ে তুলুক নতুন-সকাল
৫৯০)
টুকরোটুকরোসুন্দর আছে ছড়িয়ে
মেধাবীমনন-হে
ওরাই তো নিভৃতির স্বরধ্বনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন