আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪১/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 41/6 Debjani Basu
আটপৌরে ৪১/৬
১. হারাতে আর কি বাকি
ওলোটপালট। ঝরাপালক। মোহনচালক।
পোস্টবক্স
বিট-এর বাইরের চিঠি আসে।
২. রূপসী মাংসান্তর
কারাগার। হাসপাতাল। নারীকল্যানসমিতি।
জানলায়
ডাইনোসরের বৃংহন ধ্বনিল রে।
৩. সরল প্রসবের কথা
পান্তাভাত। দইভাত। ঘিভাত।
লাইক
ভিক্ষে দাবি দোষের নয়।
ওলোটপালট। ঝরাপালক। মোহনচালক।
পোস্টবক্স
বিট-এর বাইরের চিঠি আসে।
২. রূপসী মাংসান্তর
কারাগার। হাসপাতাল। নারীকল্যানসমিতি।
জানলায়
ডাইনোসরের বৃংহন ধ্বনিল রে।
৩. সরল প্রসবের কথা
পান্তাভাত। দইভাত। ঘিভাত।
লাইক
ভিক্ষে দাবি দোষের নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন