আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪০/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 40/3 Debjani Basu
আটপৌরে ৪০/৩
১. বিপদসীমায় ফেলে কোথায় গেলি ?
জল-তোড়া। জল- বোকেহ্ । অমিত্রাক্ষরমন।
ফল্গুফল্গু
আঁজলা তোলা কারুবাসনা চোখে।
২. শেয়ালের লেজ খসানো অভ্যেস
সূর্যকন্যা । বনগেঁদা। বাঁধাকপি।
দিনান্তের
সঙ্গিনী বালিকাবেলার প্রান্তরে বাঁচো।
৩. একটু আদর কর্
আদুরে। দায়হীন। দয়ামিশ্রিত।
কাঁটায়
মাখোমাখো সৌন্দর্য পাপড়িতে মসৃণতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন