বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪০/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 40/2 Debjani Basu

  আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪০/২ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 40/2 Debjani Basu 







আটপৌরে ৪০/২


১. আলোর ঘাড় মটকিয়ে

কবরবন্দিত। অবচেতনা। কোষচেতনা।
                    উৎসাহভরে
ঘুমন্ত রাজকুমারের স্মৃতি উথলায়।

২. পয়সাক্ষেত্র তীর্থক্ষেত্র

কাঁকড়াপ্রাণ। বৈদ্যপ্রাণ। ক্ষুদ্রপ্রাণ।
                 ভক্তিতে
অসুখকে শাস্তি ভাবে পন্ডিতজন।

৩. মৃত্যুদূতরা চাঁদ জেরক্স করে

কালাশনিকভ। কিরীটশৃঙ্গ। জেরক্সচাঁদ।
                          নীরবসীমা
থমথমে জোছনা জমাট বুকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...