আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪০/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 40/1 Debjani Basu
আটপৌরে ৪০/১
১. আব্দার আদরের
চুয়াচামেলী । খেলাবন্ধ । শ্বাসবন্ধ ।
মৃতঠোঁটে
কাঠঠোকরার ফেলে যাওয়া বাসা।
২. তাড়িয়ে দিলেও কিছু মনে কোরো না
আগুনঝড়। দিঘলবিরহ। দূরক্রন্দন।
বামনিলয়ে
চাপ চাপ কালোরক্তের অন্ধকার।
৩. মায়াপথ মাড়িয়ে ছায়াপথে
অ্যান্ড্রোমেডা। মিল্কিওয়ে। ব্ল্যাকহোল।
যেকোনও
একজনকে ভালোবাসবো , শরীর পাঁচশতাংশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন