আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৯/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 39/7 Debjani Basu
আটপৌরে ৩৯/৭
১. আপারকাট মারটাই আসল
বন্ধুপ্রথা। সন্দেহচাল। হংসপ্রেমিক।
জাতকগল্পের
যেখানে যতটুকু প্রেম লাগে।
২. চোরকাঁটায় বেঁধা চাঁদ
ছটাকখানেক। রাধাসঙ্গম। ত্রিপতাকা।
সংগ্ৰহের
অটোগ্ৰাফ মূল্যহীন দুধগন্ধ ছড়ায়।
৩. হারিয়ে যাবার আগে
তাম্রিকা। ভিল্লিভূষণা। শ্বেতগুঞ্জা
কুঁচফলপ্রিয়া
শবরীবালিকার গুঞ্জামালা তোর হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন