রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৯/৫ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 39/5 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৯/৫ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 39/5 Debjani Basu 







আটপৌরে ৩৯/৫


১. অসুখি স্তন নাইই দেখাবার

উর্দ্ধতারা। যন্ত্রণা। গোলমেলে ।
               রাগলে
বোনা সোয়েটার খুলি শীতের।

২. বোবাস্বপ্নের ঘুম বাকি জীবনে

ঢলোঢলো । জিগজ্যাগ। ভঙ্গুর।
                 নাচে
যৌনতা ব্যবহারিক বলপেন শীতের।

৩. স্তনদুটি একই গতিতে পড়ছে

ঝিরঝিরে। মৃদুছলাৎ। বরফাক্রান্ত।
                অতলমরণের
ফোস্কা অজস্র দেয়ালভরা ছবিতে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...