আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৯/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 39/3 Debjani Basu
আটপৌরে ৩৯/৩
১. একা এসেছে একা যাবে
চিংড়ি-মালাইকারি। পোস্তবড়া। রুইসর্ষে ।
উদরবাবাজি
চাষাবাদ করে প্রেসার বাড়ায়।
২. সিঁদকাঠির মজুতদার সাগরপারের
বিশ্বভ্রাতৃত্ব। বিশ্ব-অমরত্ব। বিশ্ব-প্রভুত্ব ।
দাসানুদাসদের
গাঁজাচাষে আরোপিত নিষেধ বহাল।
৩. কাজ শেষে চলো সাগরপার
বিশ্বঘুঘু। বাস্তুঘুঘু। খোচরঘুঘু।
ভাইভাই
সারাবছর চোরদের স্বাধীনতা দিবস।
'সিঁদকাঠির মজুতদার সাগরপারের'
উত্তরমুছুনঅথবা
'সারাবছর চোরদের স্বাধীনতা দিবস।'
পুরো কবিতাটিই অসাধারণ। তীব্র প্রতিবাদী চেতনার ক্ষরণ।