শব্দব্রাউজ ৩৩৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-338, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩৮ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । ২৮। ১২। ২১। সময় আটটা ।
শব্দসূত্র: অবুঝ জিজ্ঞাসা মনে
অবুঝ হলে রহস্য বাড়ে । স্বপ্ন ছুঁয়ে যায় । অবুঝ হলে বুঝদারেরা হাসে । সে হাসি উচ্চকিত নয় । তবু অবুঝ মনও তা বুঝে ফেলে ।রহস্য ছুঁয়ে ছুঁয়ে বাউল মন সত্য বোঝে । প্রকৃত । বাস্তব সেখানে অচল । শুধু মনে মনে স্বপ্নচারণ ।
জিজ্ঞাসার কোন উত্তর কেউ দেয় না। যেন কেন-র কোন কেন নেই । যেন জিজ্ঞাসা মানেই অস্বস্তি ।
মন তবু নিজের মতো রহস্য খোঁজে জিজ্ঞেস করে । সেখানেই বাকিরা পরাজিত ।
শব্দসূত্র: অবুঝ জিজ্ঞাসা মনে
অবুঝ হলে রহস্য বাড়ে । স্বপ্ন ছুঁয়ে যায় । অবুঝ হলে বুঝদারেরা হাসে । সে হাসি উচ্চকিত নয় । তবু অবুঝ মনও তা বুঝে ফেলে ।রহস্য ছুঁয়ে ছুঁয়ে বাউল মন সত্য বোঝে । প্রকৃত । বাস্তব সেখানে অচল । শুধু মনে মনে স্বপ্নচারণ ।
জিজ্ঞাসার কোন উত্তর কেউ দেয় না। যেন কেন-র কোন কেন নেই । যেন জিজ্ঞাসা মানেই অস্বস্তি ।
মন তবু নিজের মতো রহস্য খোঁজে জিজ্ঞেস করে । সেখানেই বাকিরা পরাজিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন