শব্দব্রাউজ ৩৩৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-337, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩৭ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া । কলকাতা । ২৭। ১২। ২১। সময় ৮টা ১০মিনিট ।
শব্দসূত্র: উল্লাস ভেতরে ভেতরে
উল্লাস নিয়ে মজে থাকি । তীব্র ব্যন্ঞ্জনা গ্রাস করে । উল্লাস আমার টনিক । তানানানা করে মালকোষ গাই । শিশুদের মতো দেয়ালা করি । ঘুমঘোরে । অচেতন উল্লাস আমার ভেতর উপচোয় । আহা! সারা জীবন এমনভাবেই কি চলবে?
ভেতরের বিষাদ খুঁজি । নেই । এই তো আমি আমার মতো । হা হা হা হা হা হা।
ভেতরে অবুঝ তান্ডব । রক্ত সঞ্চালনে কবিতার অনুভব । এইতো জীবন । হা হা হা হা হা হা ।
শব্দসূত্র: উল্লাস ভেতরে ভেতরে
উল্লাস নিয়ে মজে থাকি । তীব্র ব্যন্ঞ্জনা গ্রাস করে । উল্লাস আমার টনিক । তানানানা করে মালকোষ গাই । শিশুদের মতো দেয়ালা করি । ঘুমঘোরে । অচেতন উল্লাস আমার ভেতর উপচোয় । আহা! সারা জীবন এমনভাবেই কি চলবে?
ভেতরের বিষাদ খুঁজি । নেই । এই তো আমি আমার মতো । হা হা হা হা হা হা।
ভেতরে অবুঝ তান্ডব । রক্ত সঞ্চালনে কবিতার অনুভব । এইতো জীবন । হা হা হা হা হা হা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন