শব্দব্রাউজ ৩৩৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-335, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩৫ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ১২। ২০২১। সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র : করুণাধারায় এসো
করুণাধারায় এলে তবে শান্তি । তবে করুণাধারা এখন শুকনো । জলতরঙ্গের মতো শব্দ করে মনে বেজে ওঠে না । অতীতের করুণাধারার স্পর্শ এখনো তাই গায়ে লেগে থাকে । গড়িয়ে গড়িয়ে যাওয়া সময়ে ছলনা ঢুকে পড়ে । আমরা তাকে জড়িয়ে ধরি । সব জেনে বুঝে মজে থাকি ।
এসো বললেই আসে না কেউ । তার আগে বাজিয়ে নেয়
আপাদমস্তক । এসো বললেই যত রাজ্যের অবিশ্বাস ঘিরে ফেলে । আমরা তাকে ছুঁড়ে দিতে পারি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন