শব্দব্রাউজ ৩৩৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-333, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৩৩ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড ।তেঘরিয়া । কলকাতা । ২৩। ১২। ২১। সময় বিকেল চারটে ।
শব্দসূত্র : হৃদয়ের একূল ওকূল
হৃদয়ের সাড়া অনুভবে । উচাটন মন তখন বহিরমুখী ।এই তো স্বাভাবিক । এই তো জনারণ্যে বয়ে চলে । হৃদয়ের সাড়ায় শুধুই কি প্রেম? স্নেহ নেই? শুধুই কি বেজে ওঠা মৌণ নূপুর ? এই গোলার্ধে বড় নিঃশব্দে আসে প্রেম । হৃদয় শরীরকে জানিয়ে দেয় ।
একূলে প্রেম প্লাবন সকলে পেতে চায় । ওকূলের জীবন
আবেগ তছনছ করে ।
ওকূলে হরেক হতাশা । বাস্তব । সত্যের মুখোমুখি সবাই ।
শব্দসূত্র : হৃদয়ের একূল ওকূল
হৃদয়ের সাড়া অনুভবে । উচাটন মন তখন বহিরমুখী ।এই তো স্বাভাবিক । এই তো জনারণ্যে বয়ে চলে । হৃদয়ের সাড়ায় শুধুই কি প্রেম? স্নেহ নেই? শুধুই কি বেজে ওঠা মৌণ নূপুর ? এই গোলার্ধে বড় নিঃশব্দে আসে প্রেম । হৃদয় শরীরকে জানিয়ে দেয় ।
একূলে প্রেম প্লাবন সকলে পেতে চায় । ওকূলের জীবন
আবেগ তছনছ করে ।
ওকূলে হরেক হতাশা । বাস্তব । সত্যের মুখোমুখি সবাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন