রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

শব্দব্রাউজ ৩২১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-321, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩২১  ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-321, Nilanjan Kumar



শব্দব্রাউজ ৩২১  || নীলাঞ্জন কুমার

প্রুডেন্ট প্রাণা আবাসন । বোড়াল । কলকাতা । ৬। ১২। ২১।সময়  ৯ টা ১৫মিনিট ।

শব্দসূত্র:  স্বপ্নের ভেতর থেকে


সাড়ে বত্রিশ ভাজা স্বপ্ন থেকে জড়িয়ে ধরে প্রেম ।
প্রেমের লোভ আমার সঙ্গে মিশে দুঃখ উধাও করে
হাসিয়ে মারে । এখন আমার হাহা জীবন ।


ইচেছ দিন বন্ধু হয়ে গেলে আনন্দের সংজ্ঞা জেনে যাই ।
কুচোনো স্মৃতির মুহূর্ত থেকে শুভাশুভ খুঁজি  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...