পূরবী- ৭৭
অভিজিৎ চৌধুরী,Purabi- 77
যে সংসারে প্রথম চোখ মেলেছিলুম সে ছিল অতি নিভৃত।শহরের বাইরে শহরতলীর মতো, চারিদিকের কলরবে আকাশটাকে আঁট করে বাঁধে নি।আর বললেন,আমাদের পরিবার আমার জন্মের পূর্বেই সমাজের নোঙর তুলে ধরে বাঁধাঘাটের বাইরে এসে ভিড়েছিল।
তীর্থ জন্ম সূর্য সেন স্ট্রিট।এক অখ্যাত নাম না জানা পরিবারে।সেখানে কোন স্বাতন্ত্র্য নেই,তার অভিমানও নেই।রোদ্দুর নেই,আলো বাতাস নেই।আছে শুধু বারুদগন্ধ।তবুও সেখানে বাপ্পাদের বাগানবাড়িতে কাঠগোলাপ ফোঁটে,যদিও সবুজ ঘাস নেই।কোন শ্রীও নেই যেমন উত্তর মধ্য কলকাতায় হয়ে থাকে।আছে শুধু সামান্য কারণে মানুষে মানুষে হানাহানি।
সেই জগতে কৃতজ্ঞতা শব্দটা বড্ডো বেমানান।
কালো বেড়াল বারবার ভয় দেখায় নতুন কোন দুঃস্বপ্নের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন