পূরবী- ৭৬
অভিজিৎ চৌধুরী,Purabi- 76
রবীন্দ্রনাথ লিখলেন,চতুর্দশীর চাঁদ উঠেছে- চমৎকার হাওয়া দিচ্ছিল,ছাতে আর কেউ ছিল না।আমি একলা পড়ে আমার সমস্ত জীবনের কথা ভাবছিলুম।
পুরোনো স্মৃতিগুলি যেন মদের মতোন।যতো বেশীদিন সঞ্চিত হয়ে থাকে, ততোই তার বর্ণএবং স্বাদ,এবং নেশাও মধুর হশে আসে।
তীর্থও ভেবে দেখেছে জীবনে যদি বিয়োগ না থাকত, জীবন কি এতোটা সুন্দর হতো।সময় যদি থমকে থাকত, আলুনি লাগত নাকি বেঁচে থাকা।
সে কি কখনও ভেবেছিল মধ্য বয়স অতিক্রান্ত হলেও সুধার শেষ হয় না।
তাই তো মধুর তোমার শেষ যে নাহি পায় প্রহর হল শেষ।
বারাকপুর আসার পর থেকে প্রকৃতি আর নিকটবর্তিনী নেই।শিলাবতী নেই,নেই সে ভোরবেলার বকুল গাছ।এমন কি হুগলির হরি মাঝিও নেই,যার মাছধরার নৌকোয় শরতের কাশ স্পর্শ করেছিল তীর্থ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন